ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৮৮৭

নারী এমপিরা সংসদে যোগ দিচ্ছেন রোববার  

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৮ ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)  রোববার সংসদ অধিবেশনে যোগ দেবেন।

টানা চারদিন বিরতির পর চলতি সংসদের মুলতবি বৈঠক রোববার শুরু হচ্ছে । গত ২০ ফেব্রুয়ারি শপথ নিলেও এতদিন সংসদ অধিবেশন না থাকায় তারা অধিবেশনে যোগ দিতে পারেননি। 

রোববার বিকেল পৌনে পাঁচটায় মুলতবি অধিবেশন শুরু হবে। এদিনই অধিবেশনে যোগ দেয়ার সুযোগ পাবেন তারা।

গত ১৯ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন ২৪ তারিখ পর্যন্ত মুলতবি করা হয়। এই অধিবেশন কতদিন চলবে তা এখনও জানানো হয়নি।

গত ২০ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।  

গেল ৩০ জানুয়ারি বর্তমান সংসদের যাত্রা শুরু হয়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর